Homeবাংলা Aaj Jonmodin Tomar (আজ জন্মদিন তোমার) Dag Theke Jay 0 Comments Facebook Twitter Aaj Jonmodin Tomar (আজ জন্মদিন তোমার)Dag Theke Jay Singer : Shiekh Sadi Lyrics & Tune : Shiekh Sadi Guitar : Rajib Ghosh Music arrangement : Sahriar Rafat ও কন্যা তোমার মুখের হাসি, আমি বড় ভালোবাসি। তোমার তরে মন সোপেছি, তোমারেই ভালোবেসেছি। ও কন্যা তোমার চোখ দুখানি মিষ্টি সুরের মুখের বাণী, তোমার মাঝে আমায় খুঁজেছি। তোমারেই ভালোবেসেছি। ও কন্যা তোমার মুখের হাসি আমি বড় ভালোবাসি। তোমার তরে মন সঁপেছি, তোমারেই ভালোবেসেছি। যেদিন তোমায় প্রথম দেখেছি, লুকিয়ে মনে ছবি এঁকেছি। সেদিন থেকে স্বপন গড়েছি, শান্ত এই মনটাকে, বেপরোয়া হতে দেখেছি। কন্যা তোমার লাজুক লাজুক চাহনি আর দিও না, বুকের ভেতর মন রবে না, কন্যা তোমায় ভুলতে পারি না। কন্যা তোমার রেশমি কালো কেশ বাঁধিয়া রাইখো, নজর যেন কারো লাগে না, তোমার মিষ্টি হাসির আমি দিওয়ানা, মিষ্টি হাসির আমি দিওয়ানা। আবেগে বাঁধিয়া মোরে নজর রাখো কোন পাড়ে? মায়ার বাঁধন ভুলতে পারবে না, দোহায় লাগে দূরে যাইয়ো না, দোহায় লাগে দূরে যাইয়ো না, ও.. দোহায় লাগে দূরে যাইয়ো না। Facebook Twitter