ISSH ( ইশ ) SONG LYRICS - IMRAN MAHMUDULSong: Issh
Singer : Imran Mahmudul
Music Director: Imran Mahmudul
Lyrics : Snahashish Ghosh
Label : DMS ( Dhruba Music Station )


ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই
ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই ..

টোল পড়া ঐ হাসি,
আমি খুব ভালোবাসি..

ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়।
ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়।

শতকোটি মানুষের ভিড়ে,
আমার যে তুই, আপন শুধুই ..
উড়বে আমার এ মনের শহর,
অচেনা শোকে, না পেলে তোকে ..
দিবি কি আমায়,একটু ঠাই,
তোর মনের ওই সীমানায় ?


ISSH ( ইশ ) SONG LYRICS - IMRAN MAHMUDUL | BENGALI SONG 2018


কে আর আছে যে বল,
যাকে ভেবে আমার চলাচল?
ইশ.. কি সুন্দর যে তুই..

আঁধারের মাঝেও যে তুই,
জোছনা নামাস,আমায় ভাষাস..
জ্বলছে আমার ইচ্ছে গুলো রোজ,
তোকে পাওয়ার,একটু ছোঁয়ার ..

থাকতে যে চাই ,সারাটি সময়,
তোর মনের ঐ পাহারায়..

পূর্ণিমা তোর কাছে,
দেখ হেরে যে বসে আছে ..
ইশ .. কি সুন্দর যে তুই ..
যার তুলনা হয়না কিছুই।

টোল পড়া ওই হাসি
আমি খুব ভালোবাসি।

ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়।
ডুবেছি তোর প্রেমের নেশায়,
কাটবে না এ ঘোর সহসায়..

ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই
ইশ .. কি সুন্দর যে তুই
যার তুলনা হয় না কিছুই ..

#issh
#issh song lyrics
#ISSH ( ইশ ) SONG LYRICS - IMRAN MAHMUDUL
#ISSH ( ইশ ) SONG LYRICS - IMRAN MAHMUDUL | BENGALI SONG 2018
#ইশ SONG LYRICS - IMRAN MAHMUDUL | BENGALI SONG 2018

Post a Comment

Previous Post Next Post