Homeবাংলা Tausif - Somoy Jeno Ar Katena | Lyrics 0 Comments Facebook Twitter সময় জেনো আর কাটেনা - তৌসিফ চাঁদটা কেন আজ মেঘে ঢাকা বয়ে চলা সময় থেমে একা সময় জেনো আর কাটেনা ভালবাসা তুমি নেই বলে সময় জেনো আর কাটেনা চাঁদটা কেন আজ মেঘে ঢাকা বয়ে চলা সময় থেমে একা হটাত করেই নিজের ছায়ায় তোমাকে খুজি এক ছায়ায় কত লুকোচুরি মনে আছে কি? নোনা জল রাখা এই সৃতির আচলে কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে ভালো লাগেনা, ভালো লাগেনা বহতা সৃতি থমকে গিয়ে নিঝুম আবেগে চোখ বুজলেই মন চেয়ে যায় অবুঝ চাওয়াতে নোনা জল রাখা এই সৃতির আচলে কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে ভালো লাগেনা, ভালো লাগেনা Facebook Twitter