Homeবাংলা Tumi Kar Posha Pakhi (তুমি কার পোষা পাখি) Lyrics - Kureghor Band 0 Comments Facebook Twitter Tumi Kar Posha Pakhi (তুমি কার পোষা পাখি) Lyrics - Kureghor Band Song: Hridoyo Pinjirar Posha Pakhi Re vocal : Tasrif Khan and Shuvo Tune & Lyrics: Azizul Deowan Shai Band: Kureghor Band. তুমি কার পোষা পাখি তুমি কার পোষা পাখি কাজল বরন আঁখি কার পোষা পাখি কাজল বরন আঁখি রক্ত জবার মত তোমার মুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2) প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আরে আপন করে রেখেছি (x2) আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি দেখতাম না আর তোর ঐ মায়া মুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2) আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায় ফাঁক পেলে পলাইয়া যাইবো জঙ্গলের কোন অজানায় জঙ্গলের কোন অজানায় (x2) আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি দেখতাম না আর তোর মায়া মুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2) আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা তুমি একবার ফিরে না চাইলা (x2) আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি দেখতাম না আর তোর মায়া মুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2) Facebook Twitter