BHALOBASHI KI BOLTE HOY (ভালোবাসি কি বলতে হয়) LYRICS - IMRAN MAHMUDUL 2019মনে মনে শুধু তোকে
পেতে চাই,
ক্ষণে ক্ষণে তোরই কাছে
যেতে চাই।

তোরই আলোতে হাসি
তোরই ছায়াতে ভাসি,
ভাবনাতে ধরে রাখি
কিছু তো মিথ্যে নয়।

 ভালোবাসি- এই কথা কি বলতে হয়?
 ভালোবাসি -এই কথা কি বলতে হয়?
 ভালোবাসি - এই কথা কি বলতে হয়?

https://amargaanlyrics.blogspot.com/2019/01/bhalobashi-ki-bolte-hoy-lyrics-imran.html


তোকে জেনেছি
তোকে মেনেছি,
ভুলে গেছি বাকি সব।

তোকে জেনেছি, তোকে মেনেছি,
ভুলে গেছি বাকি সব।
বুকের কিনারে, হৃদয় মিনারে
তুই যে সকল অনুভব।

দিনের সূচনায়
রাতের জোছনায়,
করি যে তোরই অনুনয়।

 ভালোবাসি
এই কথা কি বলতে হয়?
 ভালোবাসি
এই কথা কি বলতে হয়?
 ভালোবাসি
এই কথা কি বলতে হয়?

তোকে বুঝেছি
তোকে খুঁজেছি,
হয়ে গেছি দুটি ভাগ। - [ ২ বার ]

মেঘের চাদরে
রোদের আদরে,
তুই যে অবুঝ অনুরাগ।

দিনের সূচনায়,
রাতের জোছনায়,
করি যে তোরই অনুনয়।

 ভালোবাসি
এই কথা কি বলতে হয়?
 ভালোবাসি
এই কথা কি বলতে হয়?
 ভালোবাসি
এই কথা কি বলতে হয়?


Watch This Video Song....

#BHALOBASHI_KI_BOLTE_HOY_LYRICS,
#IMRAN_MAHMUDUL_BHALOBASHI_KI_BOLTE_HOY_LYRICS,
#BHALOBASHI_KI_BOLTE_HOY_LYRICS_2019
#BHALOBASHI_KI_BOLTE_HOY,
#BHALOBASHI_KI_BOLTE_HOY_IMRAN,

Post a Comment

Previous Post Next Post