oh lolona lyrics  (ও ললনা) song lyrics by Sheikh SaadiSong: Lolona
Singer: Sheikh Saadi
Lyrics: Sheikh Saadi
Music: Shadman Khan


ও ললনা গানের লিরিক্স ইন বাংলা


ও ললনা ও ললনা ও ললনা ও ললনা
তুমি আমার মনটা বুঝো না ।
ও ললনা, তোমার সাথে আমার বনে না ।
ও ললনা, নাটক বুঝো, আবেগ বুঝো না ।

আমার বুকের পিঞ্জিরা তে
ছিল তোমার বসবাস ।
তুমি মনে জায়গা দিলা না ।
তোমার কাছে ছিলাম আমি ফ্লেক্সিলোড আর টাইমপাস;
পকেট খালি, পাই না তোর সুবাস,
ও ললনা, তোমার সাথে আমার বনে না,
ও ললনা, দেহ দিলা, মন টা দিলা না ।

টেডি বিয়ার আর বার্বি ডল
আইসক্রিম আর চিকেন বল
তুমি আমার কমতো খাইলে না(x2)

নিজের বেলায় ষোলো আনা
আমার বেলায় চাইর আনা
ভালোবাসা জমা রইলো না
ও ললনা, তোমার সাথে আমার বনে না
ও ললনা,  দেহ দিলা, মনটা দিলা না ।

বাপের আমি ছোটো পোলা
তোমার লাইগা পকেট খোলা
বাপের ক্যাশে হিসাব মেলে না
ও ললনা, তোমার লাগি কর্জ মেটে না...
ও ললনা, তোমার লাগি কর্জ মেটে না।

প্রেম সাগরে ডুবাইয়া দিলা
ঠাঁই তো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না
ও ললনা, তোমার সাথে আমার বনে না ,
ও ললনা, নাটক বুঝো, আবেগ বুঝো না ।

আমার বুকের পিঞ্জরা তে ছিল তোমার বসবাস
সেথায় এখন গরু খায় ঘাস ।

প্রেম এর নামে ছিনি মিনি
ভালবাসা ভন্ডামি, এই নিতি আমার জানা ছিল না
ও ললনা, তুমি আমার কদর করলানা
ও ললনা, ভালবাসার মুল্ল দিলানা
ও ললনা, নাটক বুঝো, আবেগ বুঝো না।
ও ললনা, নাটক বুঝো, আবেগ বুঝো না ।oh lolona lyrics-Sheikh Saadi | ও ললনা লিরিক্স - Sheikh Saadi
oh lolona lyrics-Sheikh Saadi | ও ললনা লিরিক্স - Sheikh Saadiও ললনা গানের লিরিক্স ইন ইংলিশ
 Watch This Video Song....#oh_lolona
#Sheikh_Saadi
#ও_ললনাPost a Comment

Previous Post Next Post