Shagorika (সাগরিকা) Lyrics Mahtim Shakib cover । Ayub Bachchu
Singer: Ayub Bachchu & Kanak Chapa
Album: Sagarika
Lyrics: Kabir Bakul
Music: Alauddin Ali
Label: G-Series
আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায় ।
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায় ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।
আকাশে বাতাসে
এই কথা জানিয়ে দেবো ।
তোমাকে না পেলে
আমি তখনই মরে যাবো ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।
আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায় ।
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায় ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।
বিরহে, মিলনে
আছো আনন্দ অভিমানে ।
চাওয়াতে, পাওয়াতে
আছো এই জীবনের গানে ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।
আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায় ।
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায় ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায়।।
Watch This Video Song....
#Shagorika_lyrics_Mahtim_Shakib,
#সাগরিকা_লিরিক্স,
#Mahtim_Shakib,
#Mahtim_Shakib_Shagorika_lyrics,
#আকাশ_ছুঁয়েছে_মাটিকে,