TOR SATHE (তোর সাথে) LYRICS- Generation Aami Bengali Movie.
Film : Generation Aami
Song Name: Tor Sathe
Singer: Sudipto Chowdhury
Music Director: Arindom Chatterjee
Lyrics: Prasen.
বলে দে তুই আমি কিচ্ছু পারিনা
সাদা-কালো সমাজে আমি বাঁচতে জানি না
তাড়াতে পারি না, আমায়
তোর কাছে থেকে
সত্যি না হলেও বানিয়ে বলে দে তুই
হয়ে ছোট্ট একটা পালক,
আজ জানলা খুলে দে তুই
কাল ভেজানোর দিনে,
এইতো সবে এলি
হয়ে কাক ভেজানোর স্নান
ভেসে যাস না চলে
হলে হবে আড়ি, নয়তো ভাব
তোর সাথে.. তোর সাথে..
ভালো থাকিস ভালোবাসায়
চোখেতে জল আনিস না
দেখ আমার ফিরে আসার
হয়েই এলো সময়
দেখ আবার তোর সাথে, তোর সাথে
হয়ে যা তুই হঠাৎ ভালো
হয়ে যা তুই আকাশ কালো
আমি হবো সে রাজকুমার
রাতে জেলে রাখা পাশের আলো
তোর কাছে, তোর সাথে
Watch This Video Song....
#Tor_Sathe(তোর_সাথে)_Generation,
#Tor_sathe_Rwitobrot,
#Generation_Tor_Sathe,
#Generation_(তোর_সাথে),
#Generation_(তোর_সাথে)Rwitobroto_Mainak,